আজকাল ওয়েবডেস্ক: শেষবার এই মেলার আয়োজন হয়েছিল ৮০০ বছর আগে।
ত্রিবেণীর কুম্ভ মেলা। হুগলির ত্রিবেণী সঙ্গমে। যোগ দিয়েছিলেন সেই সময়কার সাধু, সন্ন্যাসীরা। শনিবার আবার নতুন করে শুরু হল এই মেলা। যোগ দিলেন ১০০–রও বেশি সন্ন্যাসী। ছিলেন স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌর প্রশাসক আদিত্য নিয়োগী–সহ অন্যান্যরা। পূজা ও হোম–যজ্ঞ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। আয়োজন করা হয়েছে মেলারও।
বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ‘ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলার কথা আমরা ছোটবেলায় শুনেছিলাম। যদিও সেইসময় কী হত বা কী হয়েছিল সেটা জানা তো সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে আমরা ঠিক করি নতুন করে এই মেলা আবার চালু করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি ধর্ম এবং ধর্মাবলম্বী মানুষকে সমান চোখে দেখেন। ফলে তাঁর আদর্শকে সামনে রেখেই আমরা এই মেলার আয়োজন করেছি। এবার থেকে এই মেলা প্রতিবছরই হবে।’ বিধায়ক বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০–র ওপর সন্ন্যাসী এই মেলায় যোগদান করেছেন। এঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সকলকে বলা হয়েছে করোনা বিধি মেনেই ধর্মীয় আচার–অনুষ্ঠান পালন করতে।’
সৌজন্যে আজকাল