ত্রিবেণী কুম্ভ – কী ও কেন?

অনেকেই জানেন না, বাংলার ত্রিবেণীতেও কুম্ভস্নানের প্রথা প্রচলিত ছিল। ১৩১৯ খ্রিস্টাব্দে জাফর খাঁ গাজির ইসলামিক আক্রমণের মুখে এই মেলা বন্ধ হয়ে যায়। ৭০৩ বছর পরে আবার এই মেলা শুরু হলো এই বছর থেকে।

এই বছরে প্রায় ৫৫০০০ মানুষ পবিত্র কুম্ভে স্নান করেন ও প্রসাদগ্রহণ করেন।